জায়েদ হাসান, মোহনগঞ্জ:
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার একই ব্যক্তি বেলায়েত হোসেন বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই দলের দায়িত্বশীল পদে রয়েছেন—এমন তথ্য প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।
বেলায়েত হোসেন নেত্রভয়েস২৪-কে জানান, “২০২০ সাল পর্যন্ত আমি বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। পরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবু চান ও সাধারণ সম্পাদক জামাল মিয়ার উপস্থিতিতে এক আলোচনায় মৌখিকভাবে বিএনপি থেকে পদত্যাগ করি, যদিও লিখিতভাবে পদত্যাগপত্র দিইনি। ২০২১ সালের ২০ নভেম্বর আমি জামায়াতে ইসলামীতে যোগ দিই।”
জানা গেছে, বর্তমানে তিনি মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সর্বশেষ অনুমোদিত কমিটিতে সহসভাপতি হিসেবেও তার নাম রয়েছে। তিনি ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত উদ্দিনের ছেলে।
বিএনপির দলীয় সূত্র বলছে, বেলায়েত দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০২১ সালের ১৫ নভেম্বর অনুমোদিত ওয়ার্ড কমিটিতে তিনি সহসভাপতি হন। এর আগেও তিনি কমিটির সদস্য ছিলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ইউনিয়ন জামায়াত সভাপতি মাহফুজুর রহমান বলেন, “২০২১ সাল থেকে বেলায়েত ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছেন। একসময় তিনি বিএনপি করতেন। ২০১৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় জামায়াত ট্যাগ দিয়ে পুলিশ তাকে গ্রেপ্তারও করেছিল। তিনি দীর্ঘদিন কারাভোগ করেছেন।”
এদিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নান্নু মিয়া বলেন, “বেলায়েত দীর্ঘদিন বিএনপির সঙ্গে ছিলেন। পরে শুনেছি তিনি জামায়াতে যোগ দিয়েছেন। তাকে বহিষ্কারের কথা ভাবছি, সময়ের অভাবে তা করা হয়নি। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জামাল উদ্দিন জানান, “সম্প্রতি জেনেছি বেলায়েত জামায়াতে পদে রয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
