মুহা. জহিরুল ইসলাম অসীম :
‘সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্য়াতনকে না বলুন, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করুন’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ(২৫ নভেম্বর -১০ ডিসেম্বর) ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে নেত্রকোনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় অজহর রোডস্থ জেলা শাখা কার্যালয়ে বাংলাদেশ মহিলা পরিষদ, লিগ্যাল এইড উপ পরিষদ, নেত্রকোনা জেলা শাখা এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে নভেম্বর ২৪ থেকে নভেম্বর ২৫ পর্যন্ত বিগত এক বছরের লিগ্যাল এইড উপ পরিষদ এর সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি রেহানা সিদ্দীকি, সাধারণ সম্পাদক তাহেজা বেগম এ্যানি, সহ সভাপতি শেফালী রানী সাহা, সহ সাধারণ সম্পাদক উমা রায়, লিগ্যাল এইড সম্পাদক ফারহানা সুলতানা ও প্রশিক্ষণ সম্পাদক ফাহমিনা সুলতানা প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা, সাইবার সহিংসতা সহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধ, নারী ও কন্যার অগ্রসরমানতা নিশ্চিত করতে সাংবাদিকদের মাধ্যমে সমাজের সর্বস্তরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
