কলমাকান্দা প্রতিনিধিঃ
বেসরকারি গবেষণা ও অধিকারভিত্তিক অ্যাডভোকেসি সংগঠন ‘ভয়েস’ কতৃক সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মশালা প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গত শনিবার নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতি (সাস) শিবগঞ্জ রোড ভেন্যুতে সকাল ১০ থেকে বিকেল ৫টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার বিষয়বস্তু: “ডিজিটাল নিরাপত্তা ও সুরক্ষা” অনলাইন নিরাপত্তা (কীভাবে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হয়, হ্যাকিং বা নজরদারি থেকে নিজেকে রক্ষা করতে কী করণীয়, অনলাইনে কাজ করার সময় ব্যক্তিগত তথ্য কীভাবে সুরক্ষিত রাখা যায়, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কী ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত ইত্যাদি) বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ অত্যন্ত সহায়ক ভূমিকা রাখে।
প্রশিক্ষণ পরিচালনায় উপস্থিত ছিলেন,”ভয়েস” এর নির্বাহী পরিচালক মুশাররাত মাহেরা, ভয়েস-এর উপ-পরিচালক আহমেদ স্বপন মাহমুদ, ডিজিটাল নিরাপত্তা বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা ও প্রিয়তা ত্রিপুরা এবং নেত্রকোনা জেলার সাংবাদিকবৃন্দ।
