জায়েদ হাসান, মোহনগঞ্জ:
নেত্রকোনা জেলার মোহনগঞ্জে মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে জামায়াতে ইসলামীর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
আজ বিকাল ২.০০ঘটিকায় সময় মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বর থেকে উপজেলা আমীরের নেতৃত্বে এ র্যালি শুরু হয়।মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে ব্যাংকার্স মোড়ে গিয়ে শেষ হয়।
র্যালিতে উক্ত আসনে জামায়াতের এমপি প্রার্থী আল হেলাল তালুকদারকে ছাদ খোলা গাড়িতে জাতীয় পতাকা হাতে সাধারণ মানুষকে স্বাগত জানাতে দেখা যায়।
র্যালিতে মহান বিজয় দিবস ওমর হউক, নারায়ে তাকবীর আল্লাহুআকবার, জামাত শিবির জনত গড়ে তুল একতা, আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ, এক হাদী সিঙ্গাপুরে লক্ষ হাদী রাজপথে সহ আরোও নানান স্লোগানে শহর মুখরিত হয়। এতে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।

র্যালি পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন ময়মনসিংহ মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও নেত্রকোনা ৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার, উপজেলা আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, সাবেক উপজেলা আমীর ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারিক, নায়েবে আমীর এটি এম হামিদ উল্লাহ তালুকদার, উপজেলা সেক্রেটারি জায়েদ হাসান, পৌর আমীর রফিক আহমেদ রাসেল, কর্ম পরিষদ সদস্য মাওলানা শাহীন আলম প্রমুখ।
