মোহনগঞ্জ প্রতিনিধি : নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় ১৩ জনকে ভূয়া জন্মনিবন্ধন সনদ দেওয়ার অভিযোগ মওদুদ আহমেদ শাওন (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার তার নামে মামলা রজু করে জেলা আদালত নেত্রকোনায় পাঠানো হয়েছে। শাওন মোহনগঞ্জ পৌরসভার টেংগাপাড়া গ্রামের ফেরদৌস আহমেদ এর ছেলে। তিনি মোহনগঞ্জ উপজেলা গেইট সংলগ্ন এম এফ আইটি সলিউশন কম্পিউটার দোকানের মালিক।
বুধবার রাতে গাগলাজোর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাজিব মিয়া বাদী হয়ে মওদুদ আহমেদ শাওন এর নামে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, শাওনের স্ত্রী ঝর্ণা আক্তার গাগলাজোর ইউনিয়নের একজন উদ্যোক্তা হয়ে জন্ম নিবন্ধন রেজিষ্ট্রি করে থাকেন। তিনি অসুস্থ থাকায় ২৩ ডিসেম্বর তার আইডি থেকে শাওন গাগলাজোর ইউনিয়ন অধিনস্থ ১৩ জনের নামে অনলাইন জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন করে।
২৪ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন বিষয়টি অনুধাবন করতে পেরে শাওনকে পুলিশের কাছে হস্তান্তর করেন।
পুলিশ শাওনকে গ্রেফতার করে তার দোকানের ২ টি ল্যাপটপ,১ টি মনিটর,১ বুক ল্যাপটপ,১ টি মোবাইল জব্দ করে।
মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো : হাফিজুল ইসলাম হারুন জানান, উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন জাল জন্মনিবন্ধন সনদ তৈরির অভিযোগে মওদুদ আহমেদ শাওন কে পুলিশের কাছে হহস্তান্তর করেন।
তার নামে জাল জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করেন গাগলাজোর ইউনিয়ন সচিব। এ মামলায় শাওন কে আসামি করে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে।
