পূর্বধলা সংবাদদাতা:
পূর্বধলায় “জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ—তরুণদের করণীয়” শীর্ষক এক তরুণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে এই সমাবেশ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।
প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত নেত্রকোণা ৫ (পূর্বধলা) আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক মাসুম মোস্তফা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা জামায়াতের বায়তুলমাল সেক্রেটারি নিজাম উদ্দিন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেত্রকোণা জেলা সভাপতি ইয়াসিন মাহমুদ রাসেল, নেত্রকোণা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ওমর ফারুক।
ইসলামী ছাত্রশিবির নেত্রকোণা জেলা অফিস সম্পাদক আতিক হাসান হৃদয়ের সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পূর্বধলা উপজেলা সভাপতি শাহাদাত হোসাইন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আদর্শ, নৈতিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণদের আরও সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান তাঁরা।
