কলমাকান্দা প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় আইনুদ্দিন (৮০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
নিহত আইনুদ্দিন উপজেলার খারনৈ ইউনিয়নের গারামপাড়া গ্রামের মৃত মাইজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাড়ি থেকে আসা রাস্তা পারাপারে উল্টো দিক দিয়ে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলের ধাক্কায় এ দূর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আইনুদ্দিনকে কলমাকান্দা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ ওসি সিদ্দিক হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করার প্রস্তুতি চলছে।
