বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলায় একই কলেজের ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
আজ ৩ই জুলাই রোজ বৃহস্পতিবার বারহাট্টা করোনেশান কৃষ্ণ প্রসাদ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচ.এস.সি. ও সমমান পরীক্ষায় ৯ জন শিক্ষার্থী স্মার্ট ফোন ও ১ জন শিক্ষার্থী হাতে লিখা নকল নিয়ে ধরা পড়ে।
১০জন কেই বহিষ্কার করা হয়েছে। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব খবিরুল আহসান বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন । বহিষ্কৃত ১০জন পরিক্ষার্থী’ই বারহাট্টা সরকারি কলেজের শিক্ষার্থী ।
জানা যায় আজ ছিলো ইংরেজি ২য় পত্রের পরীক্ষা। শুরু থেকেই মোবাইল ফোন দেখে দেখে পরীক্ষা দিচ্ছিলো এইসব পরীক্ষার্থীরা । বিভিন্ন মাধ্যম হতে প্রাপ্ত তথ্য মতে, বিগত বছরগুলোতেও এই কেন্দ্রটিতে অসদুপায়ে পরীক্ষা দেয়ার অভিযোগ রয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি ৬ জন কক্ষ পরিদর্শকও বহিষ্কৃত হয়েছেন বলে জানা গেছে।
বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খবিরুল আহসান বলেন, বারহাট্টা সি কে পি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে নকল করার অপরাধে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের সাথে থাকা মোবাইল ফোন গুলো জব্দ করা হয়ছে।পরীক্ষার হলে দায়িত্ব পালন করা ৬ জন কক্ষ পরিদর্শকদেরও অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত পরীক্ষার্থীরা এই বছর আর কোন পরীক্ষায় অংশ নিতে পারবে না বলে তিনি জানিয়েছেন।