বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আহাদুল মিয়া (২৬) নামে এক ব্যক্তি নিহতের খবর পাওয়া গেছে।
রোববার সন্ধ্যা সাড়ে সাতটার সময় উপজেলার বাউসি ইউনিয়নের শাসনউড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহাদুল শাসনউড়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার পুত্র।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে আহাদুল তার বউ আলপনার সঙ্গে ঝগড়া করেন। এক পর্যায়ে আহাদুল তার বউ আলপনাকে মারধর করেন। তখন আলপনা স্বামীর হাত থেকে বাঁচতে পাশ্ববর্তী মনহর আলীর বাড়িতে আশ্রয় নেন। তখন আহাদুল তার বউকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতে যান। তখন মনহর আলী ও তার ছোট ছেলে বাবু মিলে আহাদুলকে মারধর করেন। তখন আহাদুলও তাদের বকাঝকা করেন।
পরবর্তীতে সন্ধ্যায় আহাদুল বাড়ির পাশে বসে থাকা অবস্থায় মনহর আলী, বাবু ও তার ঢাকায় অবস্থান করা তিন ছেলে আলমগীর, অনিক, নির্ঝর ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত আহাদুল প্রাণ বাঁচাতে দৌড় দেন। তখন আহাদুলের ছোট্ট ভাই আওলাদ এগিয়ে আসলে আসামিরা তাকেও কুপিয়ে জখম করেন।
পরে এলাকাবাসী এসে আহাদুল ও আওলাদকে উদ্ধার করলে আহাদুলকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান। গুরুতর আহত আওলাদকে নেত্রকোনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মো. কামরুল হাসান জানান, নিহত আহাদুলের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহাদুলের সঙ্গে আসামিদের জমি সংক্রান্ত ঝামেলা ছিল। জমির দ্বন্দ্ব থেকেই তিনজন আসামি ঢাকা থেকে বাড়িতে এসে এই হত্যাকান্ড ঘটায়। এ বিষয়ে এখনও কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আইনি পক্রিয়া চলমান রয়েছে।