কেন্দুয়া প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনার আটপাড়ায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় বিএনপি নেতা আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
গতকাল সোমবার বিকেলে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে উপজেলার ঐতিহ্যবাহী তেলিগাতি বাজারের বিভিন্ন অলিগলিতে জনসংযোগ করেন এবং সাধারণ জনগণের হাতে ৩১ দফা কর্মসূচির প্রচারপত্র তুলে দেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বিএনপি নেতা খসরু আহমেদ মাস্টার, কেন্দুয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, উপজেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক, বিএনপি নেতা তসিফুল খান, তেলিগাতি ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা,, মাসকা ইউপির বিএনপি সভাপতি রেজাউল করিম সুমন, কেন্দুয়া উপজেলা জাসাসের আহ্বায়ক গোলাম মস্তুফা ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ড. হিলালী বলেন, জাতীয় নির্বাচন সামনে রেখে দেশের মানুষ আজ ভোটের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামে নেমেছে। একদলীয় শাসন প্রতিষ্ঠার অপচেষ্টা রুখে দিতে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচিই হতে পারে একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা।
তিনি আরও বলেন, জনগণ আজ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। দেশের প্রতিটি প্রান্তে বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছে, রাষ্ট্রের প্রতিটি স্তরে লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ষড়যন্ত্র করে বিএনপিকে দমানো যাবে না। ইনশাআল্লাহ, জনগণের ঐক্যই হবে আমাদের শক্তি।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দলে থেকে কেউ যদি অপকর্মে লিপ্ত হয়, সে যেই হোক—দলের পক্ষ থেকে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অপকর্ম যার, দায়ভার তার। দলকে কলঙ্কিত করা যাবে না। সবাই সতর্ক থাকুন, সংগঠনের সুনাম রক্ষায় কাজ করুন।
ড. হিলালী বলেন, বিএনপি ক্ষমতা নয়, চায় জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে। তাই এই ৩১ দফা বাস্তবায়নই হবে একটি নতুন বাংলাদেশের দিকে যাত্রা। এই আন্দোলন আর শুধু বিএনপির নয়, এটি এখন জনগণের আন্দোলন।