বারহাট্টা প্রতিনিধিঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র ও কটুক্তির প্রতিবাদে নেত্রকোনার বারহাট্টায় বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে বারহাট্টা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সকাল থেকে এ বিক্ষোভ মিছিলটি সফল করার জন্যে উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের লোকজন দলে দলে মিছিলের মাধ্যমে দলীয় কার্যালয় বারহাট্টা মডেল মোড়ে এসে জমায়েত হন।
পরে ‘ষড়যন্ত্র হয়নি শেষ – সজাক থাকো বাংলাদেশ’ এমন শ্লোগানে বারহাট্টা মডেল মোড় থেকে মিছিলটি শুরু হয়ে বারহাট্টা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোপালপুর বাজারে এসে শেষ হয়।
উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ মোস্তাক আহমেদের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ কমলের সঞ্চালনায় গোপালপুর বাজারে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আরিফ উল্লাহ সোহেল, আসমা ইউনিয়নের বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ছাত্রদলের আহ্বায়ক মোঃ তরিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তরা বলেন, তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এবং বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তারেক রহমানকে নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। তাকে নিয়ে কটুক্তি কোন ভাবেই মেনে নেওয়া হবে না। দেশের সুন্দর পরিবেশকে অশান্ত না করে, গণতন্ত্রের ধারা বজায় রেখে দেশকে সামনে দিকে এগিয়ে নিতে কটুক্তিকারীদের আহবান জানানো হয়। যারা বিএনপি’র নামে এই ষড়যন্ত্র করছেন তাদের পরিনাম ভালো হবেনা মর্মেও সতর্ক করে দেন।