বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নদীতে অজ্ঞাত এক যুবকের লাশ ভাসতে দেখা গেছে।
সোমবার দুপুর পর্যন্ত লাশটি খরমা নদীর বেড়িবাঁধের কাছে ভেসে থাকলেও প্রশাসনের লোকজন লাশটি উদ্ধার করতে আসেনি।
স্থানীয়রা জানান, বারহাট্টা ও ধর্মপাশার লাগোয়া মেদা বিলে রোববারে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পায় আমাদের কয়েকজন জেলে।
তাৎক্ষণিক আমরা বিষয়টি ধর্মপাশার ওসিকে অবগত করি। কিন্তু লাশটি উদ্ধার করা হয়নি। আজ সকালে লাশটি হয়তো ভেসে আমাদের চিরাম ইউনিয়নের খরমা নদীর বেড়িবাঁধের কাছে এসেছে। তবে লাশ নদীতে থাকায় এবং এখনও প্রশাসনের লোকজন না আসায় সেটির নাম বা পরিচয় জানা যায়নি।
সরেজমিনে পরিদর্শনে গিয়ে লাশের পাশে দুইজন গ্রাম পুলিশকে পাওয়া যায়। গ্রাম পুলিশ দুইজনের দাবী তাদেরকে থানা থেকে লাশের পাশে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সকাল থেকে আসলেও দুপুর পর্যন্ত লাশ উদ্ধারের উর্ধতন কর্তৃপক্ষের কেউ আসেনি।
চিরাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বার মোঃ জহিরুল হক জানান আমি আজ সকালে বারহাট্টা থানার ওসি স্যারকে একটি ভাসমান লাশের বিষয়ে অবগত করি। তখন তিনি ভাসমান লাশ থানা পুলিশ উদ্ধার সম্ভব নয় বলে জানান।
তখন নৌপুলিশের সাথে যোগাযোগ করি। তবে নৌপুলিশ আসেনি এখনও। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান জানান খালিয়াজুড়ির লেপসিয়া থেকে নৌ পুলিশ আসতেছে।অতি দ্রুত লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।