নেত্রকোনা প্রতিনিধি:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের নামে কটুক্তি ও সরকারের নির্লিপ্ততায় সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে নেত্রকোনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নেত্রকোনা জেলা শাখা এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সকাল থেকেই বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে জড়ো হয়। সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা৷ শহরের তেরী বাজার, আখড়ার মোড়, বড়বাজার, শহীদ মিনার, কাচারী রোড হয়ে প্রেসক্লাবে সামনে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকিকুর রেজা খান খোকন, সাধারণ সম্পাদক মোঃ তারিফুর রহমান রিপন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আলম রাজু, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) এর সভাপতি মোঃ সামছুল আলম, নির্মাণ শ্রমিক দলের সভাপতি মোঃ সোলায়মান মিয়া, সাধারণ সম্পাদক হাজী মোঃ নিক্সনসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদক বৃন্দ।
সমাবেশে বক্তারা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দকে নিয়ে কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদেরকে দেশী বিদেশি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্বদা সতর্ক থাকার আহবান জানান।