মোহনগঞ্জে প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত মোঃ মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে মোহনগঞ্জ উপজেলা বাহাম পশ্চিমপাড়া গ্রামে নানার বাড়িতে মায়ের সঙ্গে বসবাস করত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করে বলেন, দণ্ডিত সাগর মাদকাসক্ত ছিলেন। মাদক সেবন নিয়ে প্রায়ই তার মা মনোয়ারা বেগমের সঙ্গে ঝগড়া হতো। ২০২২ সালের ২৪ অক্টোবর মা-ছেলের মধ্যে কথাকাটাকাটি হয়। ওই দিন বিকেলে ঘরের ভেতর দড়ি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধে মাকে হত্যা করেন সাগর।
এ ঘটনায় মনোয়ারা বেগমের ছোট ভাই ইউনুস মিয়া বাদী হয়ে মোবারক হোসেন সাগরকে আসামি করে মোহনগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
পিপি আবুল হাসেম জানান, মামলাটিতে আদালতে ১০ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। সাক্ষ্য ও শুনানি শেষে আদালত আজ রায় ঘোষণা করেন। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আবুল বাশার।