বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টা উপজেলায় বজ্রপাতে ইছাক (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার আসমা ইউনিয়নের গাভারকান্দা গ্রামে এ নিহতের ঘটনা ঘটে। নিহত ইছাক গাভারকান্দা গ্রামের ফজু রহমানের ছেলে এবং গাভারকান্দা হাফিজিয়া মাদরাসার ছাত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে ইছাক বাড়ীর সামনের জমি হইতে কচুর লতি আহরন করতে যায়। এ সময় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। পরে বজ্রপাতে আহত হয়ে ঘটনাস্থলে তার মুত্যু হয়। ইছাকের এ অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ খবিরুল আহসান জানান, আসমা ইউনিয়নে গাভারকান্দা গ্রামে বজ্রপাতে শিশু নিহতের ঘটনাটি আমি শুনেছি। খুবই হৃদয় বিদারক ঘটনা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকাহত পরিবারটিকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে।