বারহাট্টা প্রতিনিধিঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের তেলসিন্দুর এলাকায় ফসলী কৃষি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
সোমবার বিকাল ৩টা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার তেলসিন্দুর এলাকায় সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিজ বিষয়টি নিশ্চিত করে বলেন, রায়পুর ইউনিয়নের তেলসিন্দুর এলাকায় দেলোয়ার নামের এক ব্যক্তি কৃষি জমিতে ৩০ ফুটের অধিক গর্ত করে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন। আশেপাশের কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে আগে একবার মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা করা হয়েছিল।
কিন্তু পুনরায় একই স্থান থেকে বালু উত্তোলন করার অভিযোগ পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যান। তখন বালু উত্তোলনের কাজে ব্যবহৃত অবৈধ ড্রেজার মেশিন সহ প্রায় দেড় লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। তিনি আরও জানান যারা এমন অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।