মোহাম্মাদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী:
নেত্রকোণার খালিয়াজুরীতে জুলাই পুনর্জাগরণে “সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ ” কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে “সেবা মেলা ও লাখো কন্ঠে শপথ পাঠ অনুষ্ঠান ।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯ ঘটিকায় খালিয়াজুরী উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের পরিচালনায় উপজেলা প্রশাসনের সার্বিক অসহযোগিতায় উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাজসেবা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ রুবেল মিয়ার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ( অতিরিক্ত দায়িত্ব) এম,এ,কাদের।
ভার্চুয়ালি যুক্ত হয়ে সারাদেশব্যপী প্রধান অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।
তিনি বলেন, ‘একটি সভ্য জাতির চেহারা ফুটে ওঠে নারীর চোখে ও শিশুর হাসিতে। নিরাপত্তা, সেবা ও অধিকার নিশ্চিত করেই এ দেশেকে মানবিক রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে হবে।
লাখো কন্ঠে শপথ পাঠ শেষে খালিয়াজুরীতে ১২ জন সেবা গ্রহীতা কে ৪০ হাজার টাকা করে, মোট ৪ লক্ষ ৮০ হাজার টাকার সুদমুক্ত ক্ষুদ্র ঋণের চেক, ০৫ জন সেবা গ্রহীতা কে বিনামূল্যে ঔষধ, ও ০৫ জন সেবা গ্রহীতা কে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়।
বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি উপজেলা আমীর ও কৃষ্ণপুর আলীম মাদ্রাসার অধ্যক্ষ ( ভারপ্রাপ্ত) মোঃ ইসমাইল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অজিত কুমার ঘোষ,খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র চন্দ্র বিশ্বাস , সিদ্দিকুর রহমান বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপংকর দত্ত রায়।
উপস্থিত ছিলেন খালিয়াজুরী সদর ইউনিয়ন যুবদলের সভাপতি, মোঃ ফয়সাল আহমেদ, খালিয়াজুরী সদর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য ফেরদৌস আরা বেগম , বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পেশাজীবী, সেবা গ্রহীতা ও স্থানীয় গণমাধ্যমকর্মীসহ সুশীল সমাজের বিভিন্ন শ্রেণীর লোকজন অনুষ্ঠানে অংশ নেন।