মোঃ হাবিবুল্লাহ, খালিয়াজুরী প্রতিনিধি:
নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার আওয়ামীলীগ সভাপতি ও নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অজিত বরণ সরকাার ৩১/০৭/২০২৫ ইং তারিখ বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলাধীন শিবগঞ্জ থানার খান চারটিং সীমান্ত দিয়ে পালানোর সময় এস,আাই পিয়ারুল জিজ্ঞাসাবাদ করাকালীন তাকে সন্দেহ হলে, আটক করে শিবগঞ্জ থানায় সোপর্দ করে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কিবরিয়া গ্রেপ্তারের বিষয়টা নিশ্চিত করে, তিনি জানান গোপন সূত্রের ভিত্তিতে আমাদের হাতে খবর ছিল, নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার আওয়ামীলীগ সভাপতি অজিত বরণ সরকার ভারতের পালাতে পারেন। উক্ত খবরের ভিত্তিতে শিবগঞ্জ থানার প্রতিটা সীমান্ত এলাকাজুড়ে কড়া নজরদারী ছিল। তখন খান চার্টিং সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে আটক করে শিবগঞ্জ থানা রাখা হয়। জানা যায় নেত্রকোনার খালিয়াজুরি থানার সদর ইউনিয়নের মেম্বার, মজনু মিয়া বাদী হয়ে ০২/০৭/২৫ ইং তারিখে বিস্ফোরক আইনে মামলা দায়ের করে। তিনি উক্ত মামলার আসামি। খালিয়াজুরী থানা পুলিশের কাছে তাকে সোপর্দ করা হবে।
খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন বলেন, শিবগঞ্জ থানা থেকে আমাকে অবগত করানো হয়েছে, আমি খবর পেয়েছি। তাকে পুলিশের মাধ্যমে কোর্টে প্রেরণ করার জন্য যথাযত আইনি প্রক্রিয়া চলমান আছে।