নিজস্ব প্রতিবেদক:
খেলাধুলা শুধু শরীর গঠন করে না, মনকেও বিকশিত করে। সুস্থ দেহ ও মনের অধিকারী একটি প্রজন্ম গড়ে তুলতে হলে খেলাধুলাকে গুরুত্ব দিতে হবে বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী।
শুক্রবার (১ আগস্ট) বিকেলে নেত্রকোণার কেন্দুয়া পৌরশহরের সায়মা শাহজাহান একাডেমী প্রাঙ্গণে কমলপুর গ্রামের মরহুম আব্দুল আলীর স্বরণে আয়োজিত মিনি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নেত্রকোনা-৩ ( কেন্দুয়া-আটপাড়া) আসনের একাধিকবারের দলীয় মনোনীত প্রার্থী ও সাবেক ছাত্রনেতা আরও বলেন, “যুবকরা খেলাধুলার মাধ্যমে একদিকে যেমন নিজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে পারে, অন্যদিকে সমাজ থেকে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের মতো অপসংস্কৃতি দূর করা সম্ভব হয়। তাই আমাদের সকলের উচিত ক্রীড়া কর্মকাণ্ডকে উৎসাহ দেওয়া। এবং আয়োজন করা। তিনি আয়োজক ও চ্যাম্পিয়ন ও রানার্স আফ দলের খেলোয়াড়দের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি জয়নাল আবেদন ভূঁইয়া। এসময় সায়মা শাহজাহান একাডেমীর প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, পৌর বিএনপি সাধরণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান,সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন,কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম,মাসকা ইউনিয়ন বিএনপি সভাপতি রেজাউল করিম সুমন,পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল আলম খান শান্তি,যুবদল নেতা আসাদুজ্জামান খোকা, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম ভূঁইয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মরহুম আব্দুল আলী স্বরণে আয়োজিত ফাইনাল টুর্নামেন্ট অংশগ্রহণ করেন রেসিং লায়ন-১১ বনাম স্টার লায়ন-১১।
নির্ধারিত সময়ে খেলায় ফলাফল নিষ্পন্ন না হওয়ায় ম্যাচটি টাইব্রেকারে গড়ায় এবং সেখানে কয়েক দফার শেষে ১-০ গোলে রেসিং লায়ন-১১ দল চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণ শেষে ড. হিলালী বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাদের জন্য সহায়তার আশ্বাস দেন।