মোহনগঞ্জ প্রতিনিধি:
নেত্রকোনার মোহনগঞ্জে অভিযান চালিয়ে ১২০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ আগস্ট) রাতে পৌর শহরের টেংগাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। সোমবার (৪ আগস্ট) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, মোহনগঞ্জ পৌর এলাকার টেংগাপাড়া মহল্লার মৃত মোহাম্মদ আলীর ছেলে রাব্বি আহমেদ সুমন (২৮), মাঘান গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (২৯) ও খালিয়াজুরী উপজেলার সাতগাঁও এলাকার শাহানুর আলম পাঠানের ছেলে দুর্জয় পাঠান (২৪)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ১০টার দিকে রাব্বি আহমেদ সুমনের বাসায় অভিযান চালানো হয়। অভিযানের সময় বাড়ির একটি কক্ষে ওই তিনজন অবস্থান করছিলেন। পরে তল্লাশি চালিয়ে সুমনের কাছ থেকে ৮১ পিস, কাশেমের কাছ থেকে ১৯ পিস এবং দুর্জয়ের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আমিনুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।