নেত্রকোণা প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং আহতদের স্মরণে নেত্রকোনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বাদ আছর জেলা শহরের মালনী দারুল মা’ আরিফ মাদ্রাসায় নেত্রকোনা জেলা খেলাফত যুব আন্দোলন এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
নেত্রকোনা জেলা খেলাফত যুব আন্দোলনের সভাপতি মুফতি মুসা শেখ এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মোহাম্মদ আব্দুর রহীম রুহী।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আলেম মাওলানা আনিসুর রহমান, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মোঃ নজরুল ইসলাম, খেলাফত আন্দোলন নেতা হাফেজ বিন ইয়ামিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা নাফিউর রহমান খান পাঠান, মাওলানা অলিউল্লাহ্ প্রমুখ।