বারহাট্টা প্রতিনিধি :
নেত্রকোনার বারহাট্টার ঐতিহ্যবাহী নৈহাটি গরুর হাটের পার্শ্ববর্তী চিরাম এলাকায় অভিযান চালিয়ে ৬ পিকআপ ভারতীয় গরু সহ একজনকে আটক করেছে বারহাট্টা থানা পুলিশ।
সোমবার (১২ জানুয়ারি) রাত তিনটায় উপজেলার চিরাম ইউনিয়নের চিরাম এলাকা থেকে পিক-আপ ভর্তি এসব গরু আটক করা হয়। এসময় সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার মৃত লেদু মিয়ার ছেলে আলমগীর (৪৫) কে আটক করা হয়।
বারহাট্টা থানা পুলিশ সূত্রে জানা যায়, নৈহাটি গরুর হাটে অবৈধ ভারতীয় গরু আসে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি বিশেষ টহল দল নৈহাটি গরুর বাজারের পার্শ্ববর্তী চিরাম এলাকায় গভীর রাতে পৃথক অভিযানে ৬ পিক-আপ ভর্তি মোট ৩২ টি ভারতীয় গরু আটক করে। আটক গরুর আনুমানিক মুল্য ১৬ লাখ টাকা বলে জানায় থানা পুলিশ।
বারহাট্টা থানার অফিসার ইন চার্জ শিবিরুল ইসলাম বলেন, সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই পণ্যের বিরুদ্ধে আমাদের পুলিশি টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। কলমাকান্দা, দূর্গাপুর ও মহিশখলা সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালান যেন বারহাট্টা উপজেলার উপর দিয়ে না যেতে পারে সেজন্য বারহাট্টা থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব গরু আটক করা হয়। জব্দকৃত গরুর বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
