মুহা. জহিরুল ইসলাম অসীমঃ
নেত্রকোণায় সরকারি শিশু পরিবারের (বালক) উদ্যোগে শীতকালীন পিঠা উৎসব-২০২৬ উপলক্ষে এক আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জনাব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক।
উৎসবে শিশু পরিবারের সদস্যদের মাঝে বিভিন্ন ধরনের শীতকালীন পিঠা বিতরণ করা হয়। অতিথিরা শিশুদের সঙ্গে একত্রে পিঠা খেয়ে আনন্দঘন সময় কাটান এবং তাদের খোঁজখবর নেন। শিশুদের মুখে এ সময় ছিল প্রাণখোলা হাসি ও উচ্ছ্বাস।
