নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় নারী, জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণ্য বক্তব্য ও বৈষম্যমূলক আচরণ প্রতিরোধে শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) সকালে চন্দ্রনাথ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ নারী প্রগতি সংঘ, নেত্রকোনা কেন্দ্র “অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অব উইম্যান অ্যান্ড মার্জিনালাইজ্ড পিপল (AWAM)” প্রকল্পের আওতায় এ কার্যক্রম আয়োজন করে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নারী-পুরুষ, স্কুল ও কলেজগামী শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রচারণামূলক আলোচনা সভায় নারী উদ্যোক্তা উন্নয়ন, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং ও নারী নির্যাতন রোধ এবং সামগ্রিকভাবে সামাজিক বৈষম্য নিরসনের বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানানো হয়।
বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের উন্নয়ন কর্মকর্তা কল্পনা ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্র ব্যবস্থাপক মৃনাল কান্তি চক্রবর্তী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ মাসুদ আহসান, প্রভাষক ফাহমিদা সুলতানা, প্রভাষক সিরাজুল ইসলাম এবং মালনী ইসলামপুর কমিউনিটি ফোরামের সম্পাদক খলিলুর রহমান।
আলোচকরা নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য বিষয়ে আলোকপাত করেন এবং সম্মিলিতভাবে এই সংকট নিরসনে সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব দেন।