নিজস্ব প্রতিবেদক: দুনিয়ার মজদুর, এক হও, ‘মা, মাটি, মোহনা- বিদেশিদের দেবোনা” এ প্রতিপাদ্য কে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেয়া এবং কথিত মানবিক করিডোরের নামে বাংলাদেশকে সাম্রাজবাদী যুদ্ধে জড়ানোর চক্রান্তের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বারহাট্টা উাজেলার শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকালে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে বারহাট্টা সদরের প্রাণকেন্দ্র মডেল মোড়ে এসে শেষ হয়। পরে মডেল মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি নেত্রকোণা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহম্মেদ, বাংলাদেশ কমিউনিস্ট পাটি বারহাট্টা উপজেলা শাখার সভাপতি মোঃ ফখর উদ্দিন প্রমুখ। এছাড়ার বাংলাদেশ কমিউনিস্ট পাটির অন্যান্য যোগ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।