মোহনগঞ্জ প্রতিনিধি : মোহনগঞ্জের সপমারা খালের নতুন পানিতে গোসল করতে গিয়ে পানির স্রোতে ভেসে তানিয়া জাহান হিমু (৯) নামে চতুর্থ শ্রেণির এক মহিলা মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। তানিয়া পৌর শহরের সাতুর এলাকার মো. সিরাজ মিয়ার মেয়ে।
নিহতের বাবা সিরাজ মিয়া জানান, বৃহস্পতিবার বাড়িতে একটি বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠান আনন্দ করছিল তানিয়া। অনুষ্ঠান শেষে খালে গোসল করতে গেলে পানির স্রোতে ভেসে যায় তানিয়া। পরে এলাকাবাসী ও ফায়ারসার্ভিস এসে তার মরদেহ উদ্ধার করে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, ঘটনাটি দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হয়েছে। পরিবাররের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।