নিজস্ব প্রতিবেদক : নেত্রকোনার মদন উপজেলার প্রধান শিক্ষক সমিতির (চলতি দায়িত্ব) কমিটি গঠন করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক আহবায়ক রামদাস খিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহবায়ক জিয়াউল হক জিয়া। বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।
এ সময় তিনি বলেন, আমি মদন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলাম। তারা আমাকে না জানিয়ে কমিটি গঠন করেছে। বিষয়টি খুবই দুঃখজনক। গত কয়েক দিন আগে মৌখিকভাবে আমাকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করে। এ সময় সিন্ধান্ত থাকে প্রধান শিক্ষক ( চলতি দায়িত্ব প্রাপ্ত) ১০ গ্রেড বাস্তবায়নের আগ পর্যন্ত এ আহবায়ক কমিটি বহাল থাকবে। এ ব্যাপারে নবনির্বাচিত প্রধান শিক্ষক সমিতি (চলতি দায়িত্ব) সাধারণ সম্পাদক মাও: শামসুল আলম দুঃখ প্রকাশ করে বলেন, জিয়াউল হক সাহেব অসুস্থ্য তাই কমিটি গঠন করার সময় উপস্থিত থাকতে পারেনি। আমরা সবাই উনার সাথে হাসপাতালে দেখা করেছি। উনার এ কমিটি নিয়ে যে ক্ষোভ ছিল দেখা করতেই তিনি তিনি দুঃখ প্রকাশ করেছেন। বিষয়টি তাৎক্ষণিক নিস্পত্তি হয়ে গেছে।
উল্লেখ্য গত ১৮ মে জাহাঙ্গীরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এ,এম, শাহ আতিকুর রহমান কে সভাপতি ও প্রধান শিক্ষক মাও: শামসুল আলম কে সাধারণ সম্পাদক এবং প্রধান শিক্ষক শাহীন সুলতানা কে সাংগঠনিক সম্পাদক করে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি (চলতি দায়িত্ব) তিন সদস্য বিশিষ্ট মদন উপজেলা কার্যনির্বাহী কমিটি গঠন করে।