তরিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধিঃ
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজারে নষ্ট ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঝানজাইল বাজারে ‘মা-বাবার দোয়া গোশতের দোকান’-এর মালিক মো. শহীদ মিয়া (৪২), পিতা বশির উদ্দিন, দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষিত পচা ও দুর্গন্ধযুক্ত মাংস বিভিন্ন হোটেলে এবং আশেপাশের বাজারে বিট বসিয়ে বিক্রি করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে ২৪ মে (শুক্রবার) দুপুরে উপজেলা প্রশাসনের একটি যৌথ অভিযানে উক্ত দোকান থেকে প্রায় ৬০ কেজি নষ্ট ও দুর্গন্ধযুক্ত মাংস জব্দ করা হয়। অভিযান পরিচালনা করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেদওয়ান কবির।
অভিযানে দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি—শুধু জরিমানাই যথেষ্ট নয়, এরকম অপরাধের জন্য আরও কঠোর শাস্তি প্রয়োগ করা উচিত, যাতে কেউ ভবিষ্যতে এমন অনৈতিক কাজে জড়াতে সাহস না পায়।