হাফিজ আল মাহমুদ, মোহনগঞ্জ প্রতিনিধিঃ
মোহনগঞ্জে উপজেলা আইন শৃঙ্খলা কমাটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৬ মে) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের অডিটোরিয়াম কাম-মাল্টিপারপাস হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সামনে ঈদ-উল আযহার আইনশৃঙ্খলা পরিস্থিতির সকল বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আইন শৃঙ্খলার কোন ভাবেই যাতে অবনতি না হয় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহম্মেদ এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, মোহনগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (UHO) মোঃ মোমেনুল হক,এস আই মোঃ মোবারক হোসেন,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ জাহান, সাংবাদিক এস এম সারোয়ার খোকন,রউফ খান ঠাকুর, সাইফুল আরিফ জুয়েল, মোঃ আজহারুল ইসলাম,মোঃ হাসান খান,মোঃ রফিকুল ইসলাম এবং দপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।