তরিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি : সোমবার (২৬মে) দুপুরে পৌর শহরের প্রেসক্লাব মোড়ে নারী সমাজের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার হাজারো নারী অংশগ্রহণ করেন।
সমাবেশের পূর্বে আয়োজিত বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব মোড়ে এসে শেষ হয়। এসময় সমবেত নারীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। পরে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন তারা।
এই মানববন্ধনে অংশগ্রহণ করে শরিফা বেগম বলেন,বিএনপির দুঃসময়ের নেতাকর্মীদের নামে একটি কুচক্রী মহল হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। মূলত রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তারা এটি করেছে। এই মামলা বিএনপির ত্যাগী নেতাকর্মীদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র।
আফরোজা আক্তার বলেন, গত ২২ মে রাতে দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের আববাসনগর এলাকায় সংঘটিত বাড়িঘর ভাংচুর, আহত ও নিহতের ঘটনায় দায়েরকৃত মামলায় আমার স্বামী তাজুল ইসলামকে ফাঁসানো হয়েছে। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ঘটনার দিন সে নেত্রকোণা অবস্থান করে বাড়ির জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিলো, যার ভিডিও ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ থেকেই প্রমাণিত হয় সম্পূর্ণ মিথ্যা কাহিনী সাজিয়ে এই মামলা করা হয়েছে। আমার স্বামী সহ বিএনপি নেতাকর্মীদের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাই।