মুহা. জহিরুল ইসলাম অসীম, স্টাফ রিপোর্টার, নেত্রকোণা।।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ মাধবপাড়া বিওপির একটি বিশেষ চৌকস দল ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের প্রেমনগর নামক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করেছে।
সোমবার (২৬মে) দুপুর আনুমানিক ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৮৪ এর কাছাকাছি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ-ভারত সীমান্তে প্রায় ৩০০ গজ অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৫৬ বোতল ভারতীয় এসি ব্ল্যাক ও অফিসারস চয়েস ব্র্যান্ডের মদ উদ্ধার করা হয়।
আটককৃত মদ পরবর্তীতে যথাযথ প্রক্রিয়ায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।