আটপাড়া প্রতিনিধি:
নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫’।
শনিবার (৩১ মে) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে শেষ হয়।
এরপর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এবারের প্রতিপাদ্য ছিল: “তামাক কোম্পানির কৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার পাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এম. এ মোমেন, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, বানিয়াজান সরকারি সিটি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাফায়েত সিদ্দিকী, উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ফজলুল করিম আঙ্গুর ও সদস্য রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, তামাক ও নিকোটিন জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি। তরুণ প্রজন্মকে এই ক্ষতিকর আসক্তি থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা গড়ে তোলা জরুরি।
দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।