নিজস্ব প্রতিবেদকঃ
আসন্ন ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, চামড়ার সঠিক মূল্য নির্ধারণ, সংগ্রহ, সংরক্ষণ ও বিপণনের কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছর ঢাকায় প্রতি বর্গফুট গরুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫২-৬৬ টাকা এবং ঢাকার বাইরে ৪২-৫০ টাকা।
এছাড়াও প্রতি বর্গফুট খাসির চামড়ার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৮-২২ টাকা এবং ছাগলের চামড়া ১২-১৬ টাকা।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, নির্ধারিত মূল্য স্থানীয় মিডিয়া ও হ্যান্ডবিলের মাধ্যমে প্রচারের ব্যবস্থা নিতে হবে। কোরবানির পশুর চামড়া মহাজনের পরিবর্তে সরাসরি সংগ্রহ ও সংরক্ষণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে। হাট পর্যায়ে লবণ সরবরাহ ও সংরক্ষণের জন্য ১৫ দিন পর্যন্ত কার্যক্রম চালাতে হবে।
ফেসবুক ও অন্যান্য মাধ্যমে গুজব ছড়ানো বা ভিন্ন উদ্দেশ্যে অপপ্রচারের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে মাঠ প্রশাসনের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বাণিজ্য উপদেষ্টা জানান, ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম ১ হাজার ৩৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৫০ টাকা। এছাড়া খাসির চামড়ার ক্রয়মূল্য প্রতি বর্গফুট ২২ থেকে ২৭ টাকা এবং বকরির চামড়ার দাম ২০ থেকে ২২ টাকা নির্ধারণ করা হয়েছে।
দেশে কাঁচা চামড়ার চাহিদা না থাকলে প্রয়োজনে চামড়া রফতানি করা যাবে জানিয়ে তিনি বলেন, চামড়া রফতানি সংক্রান্ত যে বিধিনিষেধ ছিল, সেটি প্রত্যাহার করেছে সরকার।
তিনি বলেন, কাঁচা চামড়া সংরক্ষণকে গুরুত্ব দিয়ে এ বছর ৩০ হাজার টন লবণ বিনামূল্যে মাদ্রাসা ও এতিমখানায় সরবরাহ করা হবে। ১০ দিন পর্যন্ত ঢাকার বাইরে থেকে কোনো কাঁচা চামড়া রাজধানীতে ঢুকতে দেয়া হবে না।