হাফিজ আল মাহমুদ:
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় কল্পনা রানী দে (৬০) নামে এক বৃদ্ধা কে নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। শনিবার (১৪ জুন) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
কল্পনা রানী দে মোহনগঞ্জ উপজেলার ১ নং বড়কাশিয়া বিরামপুর ইউনিয়নের নাগডরা গ্রামের বাসিন্দা ও মৃত পুজন চন্দ্র দের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কল্পনা রানী দে একাই বসবাস করতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতেও তিনি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তবে শনিবার সকাল পর্যন্ত ঘুম থেকে না ওঠায় বাড়ির অন্য সদস্যরা সন্দেহ প্রকাশ করে। পরে তার জা দেবী রানী ঘরে গিয়ে দেখেন, তিনি ঘরের ধর্নার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছেন। এসময় চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং থানা পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”