নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় সংস্কৃতি মঞ্চের নতুন কমিটির আত্মপ্রকাশ হয়েছে। মঙ্গলবার বিকাল ৫ টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এ নতুন কমিটির আত্ম প্রকাশ ঘটে।
সর্বসম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সংস্কৃতি মঞ্চ নামে সাহিত্য সংগঠনের সভাপতি প্রভাষক কনক পন্ডিত, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নেত্রকোনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলি উল্লাহ, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত সাহা ।
সংস্কৃতি মঞ্চের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, প্রভাষক কনক পন্ডিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন নলিনী কান্ত সরকার, আ ফ ম রফিকুল ইসলাম খান, এড. নজরুল ইসলাম, আব্দুল হালিম, সাংবাদিক মোনায়েম খান।
পরে সবার সম্মতিক্রমে ৩১ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়।