মদন প্রতিনিধি : নেত্রকোনার মদনে ছয় বছরের শিশু সৌরভ হত্যার ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শুক্রবার জুম্মার নামাজের পর উপজেলার মুতিয়াখালী বাজারে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় দোষীদের চিহিৃদ করে দ্রæত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ৮নং ফতেপুৃর ইউনিয়নের চেয়ারম্যান সামিউল হায়দার সফি,ইউনিয়ন বিএনপির সভাপতি রহিছ মিয়া,শিশু সৌরভের বাবা ছৈবুল্লাহ,চাচা শফিকুল ইসলাম,মিজানুর রহমান চৌধুরী বা”চু,জহিরুল ইসলাম চৌধুরী প্রমূখ।
গত ১৬ জুন গৃহ শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে গিয়ে আর ফিরে আসেনি সৌরভ। একটি গোয়াল ঘর থেকে সৌরভের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দেওসহিলা গ্রামের সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম লালন, তার ভাই নুপুর মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়। তবে ৫দিনেও এ শিশু হত্যার রহস্য উৎঘাটন করতে পারেনি পুলিশ। নিহত শিশু সৌরভ মদন উপজেলার দেওসহিলা গ্রামের ছৈবুল্লাহ ছেলে।