আবুল কালাম, নেত্রকোণা: সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে শুক্রবার (২০ জুন) ভোরে ঝটিকা মিছিল করে আওয়ামী লীগের কয়েকজন কর্মী।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমারের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায় মাত্র কয়েক মিনিটের মিছিলে ৮ থেকে ১০ কর্মী শ্লোগান দিচ্ছে। ছোট বাজার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ মিছিল শুরু করে।
আওয়ামী লীগের এ মিছিলের প্রতিবাদে ও তাদের গ্রেফতারের দাবীতে মোটরসাইকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোণা পৌর শাখা।
শুক্রবার সন্ধ্যা ৬ টায় এ মিছিলটি নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু করে ছোট বাজার আওয়ামী লীগের অফিস হয়ে বড় বড় সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাবে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগের কতিপয় সন্ত্রাসী ভোরে ঝটিকা মিছিল করে এ শহরের পরিবেশকে অশান্ত করতে চায়। অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে। এদেশে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।খুনি দলের কোন নেতৃত্ব এদেশের মানুষ মেনে নেবে না।
এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা কামাল উদ্দিন, জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সভাপতি মোঃ জহিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির মোঃ রফিকুল ইসলাম, নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদার, পৌর জামায়াতের সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি মোঃ মোজাম্মেল হক মিলনসহ নেতৃবৃন্দ।
জানতে চাইলে নেত্রকোণা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ বলেন, আপনাদের মতো আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। আজ শ্রমিক ইউনিয়নের নির্বাচন থাকায় এখানে ব্যস্ত ছিলাম।