মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই মহিলা চোরকে আটক করেছে জনতা।
আজ (২৪ জুন) রোজ মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত নারী চোরেরা হলেন- সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার কৃষ্টপুর (গজারিয়া) গ্রামের মৃত শাহাবুদ্দিনের স্ত্রী জাফিয়া (৫০) ও তার মেয়ে রত্না আক্তার (২৫) ডিভোর্সধারী সুলেমানের স্ত্রী।
হাসপাতাল সূত্রে জানা গেছে, জাফিয়া ও তার মেয়ে রত্না আক্তারসহ একটি চক্র হাসপাতালের মহিলাদের টার্গেট করে তাদের ব্যানিটি ব্যাগ টাকাসহ অন্যান্য জিনিসপত্র । সুকৌশলে ব্যাগ থেকে টাকা স্বর্ণালংকার মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে সকাল ৯ টায় পানুর এলাকা থেকে এক মহিলা তার বাচ্চা নিয়ে এসেছিলেন । উক্ত মহিলা বাচ্চার চিকিৎসা শেষে হাসপাতালে সম্মুখে ঔষধ কিনতে গিয়ে দেখেন ব্যাগে টাকা নেই । তখন গেটের সম্মুখে জরুরী বিভাগে থাকা মা ও মেয়েকে ডেকে জিজ্ঞাসাবাদ করলে তর্ক বাদে । দায়িত্ব পালনরত পাহারাদার চোর চক্রকে জিজ্ঞাসাবাদ করলে ক্ষেপে যান । তখন পাহারাদার একটি কক্ষে নিয়ে মহিলা দিয়ে তল্লাশি করলে টাকা উদ্ধার হয়।
পরে উক্ত মহিলার অভিযোগের ভিত্তিতে স্বাস্থ্য কমপ্লেক্সের সিকিউরিটি গার্ড জাফিয়া ও রত্না আক্তার কে আটক করে স্বাস্থ্য কমপ্লেক্সের একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে থানা পুলিশ এসে দুই নারী সদস্যকে দুপুরবেলা মোহনগঞ্জ থানায় নিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মোমেনুল হক’কে একাদিক বার ফোন দিয়েও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি ফোনকল রিসিভ করেননি।
মোহনগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুজ্জামান বলেন, এ ঘটনায় বাদি পক্ষের কোনো অভিযোগ এখনো পাইনি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট লেখার পর্যন্ত মোহনগঞ্জ হাসপাতাল থেকে লিখিত অভিযোগ করা হয়নি।