মুহা. জহিরুল ইসলাম অসীমঃ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) পরিচালিত সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মালিকবিহীন ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল ও একটি বাইসাইকেল জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) বিকাল আনুমানিক ৫টার দিকে বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়নের অধীনস্থ চারুয়াপাড়া বিওপির ৪ সদস্যের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১১৪৩/৭-এস হতে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের সিকদারপাড়া এলাকায় অভিযানটি পরিচালিত হয়।
বিজিবি জানায়, অভিযান চলাকালীন সময়ে সীমান্ত এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে টহল দলটি অভিযানে নামে এবং তল্লাশিকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ৫৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং একটি বাইসাইকেল উদ্ধার করে।
উদ্ধারকৃত ফেন্সিডিল এবং বাইসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় নেত্রকোণা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হবে বলে নিশ্চিত করেছেন নেত্রকোণা ব্যাটালিয়নের অধিনায়ক।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।