মো. তরিকুল ইসলাম, দুর্গাপুর প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নে ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ভিজিএফ (ভিডব্লিউবি) চক্রের উপকারভোগী চূড়ান্ত করতে লটারির মাধ্যমে এক উন্মুক্ত যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
বুধবার (তারিখ উল্লেখ করুন) সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের চেয়ারম্যান সাগর তালুকদারসহ সকল ওয়ার্ড মেম্বার, বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ, বিশেষ করে হুমায়ুন কবির এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান সাগর তালুকদার জানান, ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে মোট ৭২৩টি আবেদন জমা পড়ে। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ভোটার সংখ্যা অনুপাতে প্রতিটি ওয়ার্ডে নির্দিষ্ট সংখ্যক উপকারভোগী লটারির মাধ্যমে নির্ধারণ করা হয়। তিনি আরও বলেন, “এই প্রক্রিয়ায় কোনো ধরনের দুর্নীতি বা অনিয়মের সুযোগ রাখা হয়নি। সম্পূর্ণ স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে লটারির মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হয়েছে।”
উন্মুক্ত এই লটারিভিত্তিক বাছাই প্রক্রিয়ায় এলাকাবাসী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন এবং স্বচ্ছতা বজায় রাখায় তারা সন্তোষ প্রকাশ করেন।