মোহনগঞ্জ প্রতিনিধিঃ
আজ শুক্রবার (২৭ জুন) বিকাল সাড়ে চারটায় মোহনগঞ্জের কমরেড আব্দুল বারী পাঠাগার ও সাংস্কৃতিক কেন্দ্রে চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও দ্বিবার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রইস মনরম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলাল ধর। পাঠাগারের সভাপতি তাহমিনা ছত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বিকাশ দাস।
আলোচক হিসেবে বক্তব্য দেন ফাতেমা পারভীন, চন্দনা ধর, আলী মাহমুদ, গণিত শিক্ষক রেজাউল করিম, বিজ্ঞান শিক্ষক মৃত্যুঞ্জয় সরকার, সৌরভ প্রমুখ।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন। প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক পাপিয়া আক্তার খাতুন সম্পাদকীয় রিপোর্ট পেশ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক সম্মেলন।