নেত্রকোনায় ভেজাল পণ্যের কারখানায় র্যাবের অভিযান: কারখানা সিলগালা, মালামাল জব্দ

নেত্রকোনায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে অবৈধভাবে ভেজাল খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য উৎপাদনের দায়ে একটি কারখানায় অভিযান চালিয়েছে র্যাব।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ এপ্রিল) দুপুরে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ও ময়মনসিংহ ক্যাম্পের একটি যৌথ দল শহরের বালুয়াকান্দা এলাকায় এ অভিযান পরিচালনা করে।
জানা যায়, শহরের শাহ-সুলতান রোড সংলগ্ন একটি পুরনো রাইস মিল ভাড়া নিয়ে কামরুজ্জামান নামের এক ব্যক্তি তার সহযোগীদের নিয়ে অবৈধভাবে তৈরি করছিলেন জুস, কোমল পানীয়, শ্যাম্পু, চা পাতা, বিভিন্ন ব্র্যান্ডের ডিটারজেন্ট, সরিষার তেলসহ অন্তত ১৫ ধরনের ভেজাল পণ্য। এসব পণ্য তৈরি করা হচ্ছিল অস্বাস্থ্যকর পরিবেশে এবং কোনো ধরনের অনুমোদন ছাড়াই।
অভিযানে বিপুল পরিমাণ ভেজাল পণ্য জব্দ করে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেত্রকোনার সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব উল আহসান। এছাড়া অভিযানকালে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আশরাফুল ইসলাম, র্যাব-১৪ এর স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির, অপারেশন অফিসার মো. জুনায়েদ ভূঁইয়া এবং অন্যান্য র্যাব সদস্যরা।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এসব ভেজাল পণ্য উৎপাদনের বিরুদ্ধে র্যাবের অভিযান নিয়মিতভাবে চলবে এবং কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না।
আপনার মূল্যবান মতামত দিন: