নেত্রকোনা সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১, ২১ জ্বমাদিউল সানি ১৪৪৬ হিঃ


দুর্গাপুরে ডিএসকের উদ্যেগে আদিবাসী ছাত্রী হোস্টেল উদ্বোধন 

ছবি: প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)'র উদ্যেগে আদিবাসী ছাত্রী হোস্টেলের উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে ডিএসকে হাসপাতাল হলরুমে অনুষ্ঠিত সভায় এ হোস্টেল উদ্বোধন হয়। এর ফলে দুর্গাপুর উপজেলার দূর দূরান্তের হতদরিদ্র আদিবাসী মেয়ে শিক্ষার্থীরা বিনামূল্যে এখানে থাকতে পারছেন ও নির্বিঘ্ন মনোরম পরিবেশে লেখাপড়ার করতে পারবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান এর সভাপতিত্বে বক্তব্যে রাখেন, ডিএসকের আঞ্চলিক ব্যবস্থাপক নজরুল ইসলাম, উপজেলা সিপিবির সভাপতি আলকাছ উদ্দিন মীর, ডিএসকের সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার, সাংবাদিক ধ্রুব সরকার, দুর্গাপুর উপজেলা আদিবাসী ইউনিয়ন সভাপতি অবনী কান্ত হাজং, কলমাকান্দা উপজেলা আদিবাসী ইউনিয়ন সভাপতি নিরন্তর বানোয়ারী প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে আগত আদিবাসী ছাত্রীরা হোস্টেল চালু করার জন্য ডিএসকের নির্বাহী পরিচালক ডা. দিবালোক সিংহ কে ধন্যবাদ জানান ।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন: