খালিয়াজুরীতে বাংলা বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা ও বৈশাখী মেলা

নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ১৪৩২ বাংলা সনের বর্ষবরণ আনন্দ শুভযাত্রা ও বৈশাখী মেলা ।
জানা যায় খালিয়াজুরী উপজেলা প্রশাসনের আয়োজনে উক্ত অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
১৪ ই এপ্রিল ২০২৫ ইং তারিখ রোজ সোমবার বেলা ৯'০০ ঘটিকার সময় উপজেলা সামনে থেকে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা রেলী শুরু হয়।
খালিয়াজুরী উপজেলার কৃষি অফিসার মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার মোঃ উজ্জল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুরী উপজেলার বিএনপির সভাপতি ও গাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্বুর রউফ স্বাধীন ,খালিয়াজুরী উপজেলা জামাতের আমির ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান কেষ্ট ও খালিয়াজুরি দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি হরলাল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন খালিয়াজুরী বিএনপির মূলদলের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল,ওলামাদল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস, সিদ্দিকুর রহমান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক দীপঙ্কর দত্ত রায়,খালিয়াজুরী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সহ বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র-ছাত্রীবৃন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা কৌশলী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এবং পুলিশ ও আনসার ভিডিপির সদস্যগণসহ সাংবাদিক বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থিত ছিলেন।
খেলাধুলা ও পান্তা ভাতের আয়োজন করা হয় । খেলাধুলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে সমাজ,দেশ ও জাতির মঙ্গল কামনা সম্মিলিতভাবে দোয়া করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: