নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়কসহ সাত মাদকসেবী আটক
বিশেষ প্রতিনিধি:
গতকাল (২৪ অক্টোবর) আনুমানিক রাত ০৭:৩০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেত্রকোণা সদর ক্যাম্পের একটি টীম নতুন জেলখানা রোড, নেত্রকোণার একটি অটোরিক্সা গ্যারেজে অভিযান পরিচালনা করেন। এসময় অটোরিক্সা গ্যারেজ হতে ০৭ জন মাদকসেবনকারী ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় (২০ গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনের আনুষাঙ্গিক দ্রব্যসামগ্রীসহ) আটক করা হয়। আটককৃত মাদকসেবনকারী ব্যক্তিরা হলেন- নেত্রকোনা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বাপ্পি (৩০), পিতাঃ মনু মিয়া, গ্রামঃ কুরপাড়, নেত্রকোণা সদর, সিফাত আল সাদি (৩৫), পিতাঃ আবু নাছের, গ্রামঃ কুরপাড়, নেত্রকোণা সদর, মোঃ হিরা (৩০), পিতাঃ মোঃ আলাউদ্দিন, গ্রামঃ সনুরা, চল্লিশা, নেত্রকোণা সদর, অভিজিৎ সাহা মন্ডল (২৮), পিতাঃ সাধন নন্দন, গ্রামঃ মালিবাজার, বড় বাজার, নেত্রকোণা সদর, আব্দুল সামি সৌরভ (৩৩), পিতাঃ আব্দুস সাত্তার, গ্রামঃ কুরপাড়, নেত্রকোণা সদর, মোঃ সিমুল খান (৩০), পিতাঃ নুরুল ইসলাম, গ্রামঃ বাইশদার, লক্ষীগঞ্জ, নেত্রকোণা সদর এবং মোঃ রুবেল (৩৩), পিতাঃ মৃত আব্দুল রহিম, গ্রামঃ বারলা, পাইকুরা, কেন্দুয়া, নেত্রকোণা।
নেত্রকোণা সদর সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, বিষয়টি মদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, উপজেলা নির্বাহী অফিসার এবং নেত্রকোণা মডেল থানা পুলিশকে অবগত করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদকসেবীদের ৭ দিনের কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: