নেত্রকোনা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২১শে চৈত্র ১৪৩১, ৫ শাওয়াল ১৪৪৬ হিঃ


মদনে সড়ক থেকে ২৪ গরু লুট, যৌথবাহিনীর অভিযানে বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার 

ছবি: উদ্ধারকৃত গরুর একাংশ
ছবি: উদ্ধারকৃত গরুর একাংশ

নিজস্ব প্রতিবেদক :

নেত্রকোনার মদনে হাওরের সড়ক থেকে ২৪টি গরু লুটের ঘটনা ঘটেছে।  খবর পেয়ে যোথবাহিনী অভিযান চালিয়ে স্থানীয় বিএনপি নেতার বাড়ি থেকে উদ্ধার করেছে। 
পরে গুরুগুলো মালিকের হাতে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুধবার (১২মার্চ)সন্ধ্যায় মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে মঙ্গলবার বিকেলে মদন উপজেলায় গোবিন্দশ্রী গ্রামের সড়ক থেকে গরুগুলো লুট করে নিয়ে যায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খালিয়জুরী থেকে এক নারী পিকআপে করে তার  ১৯টি গরু নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিলেন। মঙ্গলবার বিকেলে গোবিন্দশ্রী গ্রামের কাছে পৌছলে স্থানীয় অসাধু লোকজন পিকআপ থামিয়ে  গরুগুলো নিয়ে যায়। একই দিন বিকেলে অপর এক ব্যক্তি ৫টি গরু পিকআপে করে খালিয়াজুরি থেকে নান্দাইল নিয়ে যাওয়ার পথে গোবিন্দশ্রী থেকে লুট হয়।  খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্য স্থানীয়দের নিয়ে উদ্ধার অভিযানে নামে। রাতে গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মান্নার বাড়ি থেকে ১৯ টি গরু উদ্ধার করা হয়। বাকি গরুগুলো অন্যান্যা নেতাকর্মীদের বাড়ি থেকে উদ্ধার করে।
গরুগুলো উদ্ধারে যৌথবাহিনীকে সহায়তা করেন স্থানীয় জামায়াতের রোকন দিলোয়ার হোসেন, জামায়াত কর্মী হাফেজ জাকারিয়া, রুমান মিয়া, আবুল বাশার, তৈয়মুল আলম বাপ্পি,  গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্রাট, বিএনপি নেতা আমজাদ হোসেন সুজাত, যুবদল নেতা জুসেফ আহমদ ভূট্টো ও ছাত্রদল নেতা আল-রাব্বী রবিন। এ বিষয়ে গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সম্রাট বলেন, কয়দিন আগে খালিয়াজুরীতে যে সংঘাত হয়েছিল তার জেরে তাদের গরু মনে করে যে যার মতো করে নিয়ে গিয়েছিল। পরে অবশ্য জানা গেছে এগুলো অন্যদের।পরে গরুগুলো দপ্তর সম্পাদক মান্নার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। তার জিম্মায় ছিল। 
অভিযানে সহযোগিতাকারী স্থানীয় জামায়াতের রোকন দিলোয়ার হোসেন বলেন, লুট হওয়া গরুগুলোর মধ্যে ১৯টি গরু বিএনপি নেতা মান্নার বাড়ি থেকে উদ্ধার করা হয়। বাকিগুলো অন্যান্য নেতাকর্মীদের বাড়ি থেকে উদ্ধার করা হয়। উদ্ধারকালে অনেক মানুষ হামলা করার চেষ্টা করেছিল। অভিযানে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, লুট হওয়া ১৯ গরুর মধ্যে মোটাতাজা ৪ টি অন্যত্র সরিয়ে ১৫ টি ফেরত দিতে চেয়েছিল। বাকি ৪টির খবর পাওয়া যায় অন্যদের বাড়িতে। সেগুলো উদ্ধারে গেলে পুলিশসহ সহায়তাকারীদের ওপর হামলা চালাতে অসংখ্য মানুষ বেরিয়ে আসে। কোনরকম প্রাণ নিয়ে ফিরে এসেছি। শেষে সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয় ও বাকি গরুগুলো উদ্ধার  করে। রাতটা পার হলে আর গরুগুলো পাওয়া যেত না। এ বিষয়ে অভিযুক্ত গোবিন্দশ্রী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মান্না বলেন, ঝামেলা হওয়ার ভয়ে গরুর মালিক আমার বাড়িতে তার গরুগুলো রাখার জন্য আশ্রয় চেয়েছিল। আমি সেগুলো নিরাপদে রেখেছি। পরে শুনলাম তিনি আমার আত্মীয় হন। লুটপাটের ঘটনা ঘটেনি।
ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান বলেন, হাওরে ঘাস খাওয়াতে ওই নারী তার ১৯টি গরু খালিয়াজুরীতে এক আত্মীয়র বাড়িতে দিয়েছিলেন। সম্প্রতি সংঘর্ষ হওয়ায় ভয়ে গরুগুলো ফেরত নিয়ে যাচ্ছিলেন আটপাড়ায়। পথে গোবিন্দশ্রী এলাকায় পিকআপ থামিয়ে যে যার মতো করে গরুগুলো নিয়ে যায়। 
তিনি আরও বলেন, একই দিন অপর এক ব্যক্তি ৫ টি গরু কিনে খালিয়াজুরী থেকে নান্দাইল নিয়ে যাচ্ছিলেন। একই এলাকায় পিকআপ থামিয়ে গরুগুলো নিয়ে যায়। পরে খবর পেয়ে সবগুলো গরু উদ্ধার করা হয়। তবে কার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,  এসব লেখার দরকার নাই। গরু উদ্ধার হয়েছে এটাই লিখেন।



বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:

Whoops, looks like something went wrong.

1/1 ErrorException in Filesystem.php line 111: file_put_contents(): Only 0 of 848 bytes written, possibly out of free disk space

  1. in Filesystem.php line 111
  2. at HandleExceptions->handleError('2', 'file_put_contents(): Only 0 of 848 bytes written, possibly out of free disk space', '/home/netrovoi/public_html/vendor/laravel/framework/src/Illuminate/Filesystem/Filesystem.php', '111', array('path' => '/home/netrovoi/public_html/storage/framework/sessions/5d40399cd35f459462c2cfcd344d8fd6ec42e91c', 'contents' => 'a:4:{s:6:"_token";s:40:"BQdGTJVk7UwWvh3cfLASTkmbQ8XTRqc1aCE339LY";s:9:"_previous";a:1:{s:3:"url";s:610:"https://netrovoice24.com/madan/article/848/%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%97%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%C2%A0";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1743787871;s:1:"c";i:1743787871;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', 'lock' => true))
  3. at file_put_contents('/home/netrovoi/public_html/storage/framework/sessions/5d40399cd35f459462c2cfcd344d8fd6ec42e91c', 'a:4:{s:6:"_token";s:40:"BQdGTJVk7UwWvh3cfLASTkmbQ8XTRqc1aCE339LY";s:9:"_previous";a:1:{s:3:"url";s:610:"https://netrovoice24.com/madan/article/848/%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%97%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%C2%A0";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1743787871;s:1:"c";i:1743787871;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', '2') in Filesystem.php line 111
  4. at Filesystem->put('/home/netrovoi/public_html/storage/framework/sessions/5d40399cd35f459462c2cfcd344d8fd6ec42e91c', 'a:4:{s:6:"_token";s:40:"BQdGTJVk7UwWvh3cfLASTkmbQ8XTRqc1aCE339LY";s:9:"_previous";a:1:{s:3:"url";s:610:"https://netrovoice24.com/madan/article/848/%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%97%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%C2%A0";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1743787871;s:1:"c";i:1743787871;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}', true) in FileSessionHandler.php line 83
  5. at FileSessionHandler->write('5d40399cd35f459462c2cfcd344d8fd6ec42e91c', 'a:4:{s:6:"_token";s:40:"BQdGTJVk7UwWvh3cfLASTkmbQ8XTRqc1aCE339LY";s:9:"_previous";a:1:{s:3:"url";s:610:"https://netrovoice24.com/madan/article/848/%E0%A6%AE%E0%A6%A6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A8%E0%A7%AA-%E0%A6%97%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B2%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%AF%E0%A7%8C%E0%A6%A5%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%C2%A0";}s:9:"_sf2_meta";a:3:{s:1:"u";i:1743787871;s:1:"c";i:1743787871;s:1:"l";s:1:"0";}s:5:"flash";a:2:{s:3:"old";a:0:{}s:3:"new";a:0:{}}}') in Store.php line 262
  6. at Store->save() in StartSession.php line 88
  7. at StartSession->terminate(object(Request), object(Response)) in Kernel.php line 155
  8. at Kernel->terminate(object(Request), object(Response)) in index.php line 58