কেন্দুয়ায় সমাজের অবিচার অনাচারে প্রতিরোধে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন

নেত্রকোণার কেন্দুয়ায় সারাদেশ অব্যাহত ধর্ষণ, খুন ও চুরি-ডাকাতিসহ নানান অবিচার অনাচারের প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বেলা ১১ টার দিকে কেন্দুয়া উপজেলায় গঠিত সামাজিক সংগঠন "জনসমাজ কেন্দুয়া" এর উদ্যোগে পৌরশহরের পুরাতন বাসষ্ট্যান্ডে এ ক্যাম্পেইন উদ্বোধন করা হয়।
এসময় কেন্দুয়া থানা পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) ওমর কাইয়ূম, সংগঠনের মূল উদ্যোক্তা পরিবেশবাদী আন্দোলনের নেতা আবুল কালাম আল আজাদ, কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি সেকুল ইসলাম খান, উদীচী কেন্দুয়া শাখার সভাপতি রাখাল বিশ্বাস, মানবাধিকার কর্মী শাহ আলী তৌফিক রিপন, বিএনপি নেতা জসিম আহমেদ খোকনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
পরে ট্রাকে চড়ে বিভিন্ন স্পটে জনসচেতনা মূলক ক্যাম্পেইন পরিচালানা করেন তারা।
আবুল কালাম আল আজাদ জানান, সমাজের শক্তি, সবচেয়ে বড় শক্তি। আমরা এই শক্তিকে যদি কাজে লাগাতে পারি তাহলে ধর্ষণ, যৌন নিপীড়ন, খুন, আত্মহত্যা, চুরি-ডাকাতিসহ নানান অবিচার অনাচার রোধ করা সম্ভব হবে। তাই আমরা প্রতিটা পাড়া-মহল্লায়, এলাকা ভিত্তিক সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে ক্যাম্পেইন শুরু করছি। আমাদের এই কর্মসূচি পুরো রমজান অব্যাহত থাকবে। এসব অপরাধ প্রতিরোধে সমাজের সকল শ্রেনীপেশার মানুষকে এগিয়ে এসে তাদের আন্দোলনে শরীক আহবান জানান তিনি।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: