দেশে অব্যাহত ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের ফাঁসির দাবিতে দুর্গাপুরে মানববন্ধন

সারাদেশে ধর্ষকদের মৃত্যুদন্ডের দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে সর্বস্তরের নাগরিক সমাজ ও সময় শিল্প চর্চা কেন্দ্রের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ মার্চ) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সময় শিল্প চর্চা কেন্দ্রের পরিচালক শফিউল আলম স্বপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা, ডা. কামরুল ইসলাম, নাগরিক সমাজের প্রতিনিধি আবু রায়হান, শহীদ ওমর ফারুক ব্লাডডোনার সোসাইটির সভাপতি কামরুজ্জামান রাজু, কলেজ ছাত্রদল কর্মী রুবেল হোসাইন, ছাত্র ইউনিয়ন সভাপতি জহির রায়হান, বৈষম্যবিরুদী ছাত্র প্রতিনিধি রেদুয়ান আহাম্মেদ প্রমুখ।
বক্তারা বলেন,ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড চাই। আর এই শাস্তি নিশ্চিত করতে বেশি সময় ক্ষেপণ না করে দ্রুত বিচার করে দেশকে শান্ত করুন। তা নাহলে সারাদেশের মানুষ প্রতিটি জায়গায় প্রতিবাদে গড়ে তুলবে।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: