মোহনগঞ্জে পৌর যুবদল নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

নেত্রকোনার মোহনগঞ্জে পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বেলা ১১টায় উপজেলা বিএনপি এবং এর সহযোগী সকল অঙ্গ সংগঠনের আয়োজনে পৌরসভার সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধনে নেতারা বলেন, আওয়ামী দালালদের মিথ্যা তথ্যের ভিত্তিতে পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনকে বহিষ্কার করা হয়েছে। তাই তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য জোর দাবী জানান।
এসময় উপজেলা বিএনপি আহ্বায়ক সেলিম কার্ণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, উপজেলা যুবদলের সদস্য সচিব জীবন তালুকদার, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক জামিউল ইসলাম রাকিব, সদস্য সচিব জাকির হোসেন বাবু, পৌর ছাত্রদলের আহ্বায়ক নাছমুছ সাদী চৌধুরী অপু, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল রানা, কলেজ শাখার ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মিজানসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শুক্রবার রাতে মোহনগঞ্জ পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল আহমেদ খোকনের বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল হয়।
বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: