মোহনগঞ্জে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল

আজ ১৪ মার্চ (শুক্রবার) মোহনগঞ্জ উপজেলার নির্মাণ শ্রমিকের সভাপতি আলমগীরের সভাপতিত্বে মোহনগঞ্জ আলীম মাদ্রসার হল রুমে নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল ও শ্রমিক আইডি কার্ড বিতরণ পোগ্রাম বিকাল ৩.০০টায় শুরু হয়।
উক্ত প্রোগ্রামে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জনাব কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনগঞ্জ উপজেলার আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, অত্র উপজেলার সেক্রেটারি জায়েদ হাসান, কর্মপরিষদ সদস্য হাফিজ আল মাহমুদ, মাও:শাহীন আলম।মাও: নূরুল হুদা আকন্দ, অধ্যক্ষ মোহনগঞ্জ আলীম মাদ্রাসা।
বক্তরা শ্রমিকের নানান অসুবিধা ও তার সমাধানের নানান বিষয় তুলে ধরেন।প্রধান অতিথি বলেন- শ্রমিকদের কাজের পাশাপাশি আল্লাহ তা'লা যে উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন সে দিকে সর্বোচ্চ নজর দিতে বলেন।
পরে প্রধান অতিথি শ্রমিকদের মাঝে নির্মাণ শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ করেন।
এছাড়াও নির্মাণ শ্রমিক ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সর্বশেষ সকল সদস্য নিয়ে দোয়া ও ইফতার এবং সভাপতি সমাপনীর বক্তব্যের মাধ্যমে প্রোগ্রাম সমাপ্তি ঘোষণা করেন।
আপনার মূল্যবান মতামত দিন: